কুমিল্লার লাকসামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুমিল্লা প্রতিনিধি।।

নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লার লাকসামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে লাকসাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা। তিনি বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক দিন। এই দিনের চেতনা ধারণ করে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।”

র‌্যালিতে উপস্থিত ছিলেন—পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, সাবেক পৌর কাউন্সিলর ইসমাইল হোসেনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দিবসটি উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

jobayer iqbal

আরো দেখুনঃ