লাকসাম উপজেলার ৭নং আজগরা ইউনিয়ন যুবলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে আজগরা হাজী আলতাফ আলী হাইস্কুল এন্ড কলেজ মিলনায়তনে ইউনিয়ন যুবলীগের আয়োজনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আজগরা ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল হোসেন জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক মোঃ আবুল খায়ের, বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ দলিলুর রহমান মানিক, সদস্য মোশাররফ হোসেন মজুমদার, মোঃ মনির হোসেন, গিয়াস উদ্দিনম মজুমদার টিটু, গোলাম কিবরিয়া সুমন, নিমাই সাহা, আনোয়ার হোসেন, আবু ইউসুফ, মোঃ শিহাব খান, সাইফুল ইসলাম, ইউপি সদস্য বেলায়েত হোসেন, পৌরসভার ওয়ার্ড যুবলীগ সভাপতি দ্বীন মোহাম্মদ লিটন, আবদুল কাদের শাহিন, কামরুল ইসলাম, আজগরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী রতন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বাবলু, ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন সোহাগ, সাধারণ সম্পাদক হায়াতুন নবী স্বাধীন প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে ইউনিয়ন যুবলীগকে কার্যকরী ভূমিকা রাখতে হবে এবং আগামী নির্বাচনে নৌকার অতন্দ্র প্রহরীর হিসেবে দায়িত্ব পালন করতে হবে। সভা শেষে উপজেলা যুবলীগ আহবায়ক আজগরা ইউনিয়ন যুবলীগের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পরে মরহুম হাজী আলতাফ আলী ও মরহুম হাজী আবদুল লতিফ মজুমদারের কবর জেয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আজগরা ইউনিয়ন যুবলীগের পূর্নাঙ্গ কমিটির নেতৃবৃন্দ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।