ঈদের বাকি ১২ দিন। এরি মধ্যে কুমিল্লায় জমে উঠেছে ঈদের বাজার। সকাল থেকে মধ্য রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছে কুমিল্লার শপিংমল গুলো। প্রতিটি দোকানে সাজানো হয়েছে কাজ করা দেশী-বিদেশী বাহারী রংয়ের থ্রি পিচ। আদরের মেয়ের আবদার মিটাতে এসকল দোকানে ভীড় জমাচ্ছে বাবা-মা অভিভাবকরা। শপিংমল গুলো ঘুরে দেখা যায় এবারের ঈদে সব চেয়ে দামি থ্রি পিচ নায়রা কাট। যার দাম ৯০০০/-(নয় হাজার টাকা)। দামে চড়া হলেও ক্রেতাদের নজর নায়রাতে।
গতকাল সরেজমিনে কুমিল্লার বিভিন্ন শপিংমল ঘুরে দেখা যায়, শপিংমলের প্রত্যেকটি দোকানে মানুষে উপচে পরা ভীড়। বাহারি রংয়ের দেশী-বিদেশী থ্রি পিচের মধ্যে এবারের ঈদে নায়রার চাহিদা সব চেয়ে বেশি। দাম বেশি হলেও আদরের মেয়ের আবদারের কাছে এই দাম যেন বাবা-মার কাছে কিছুই না। এছাড়াও এবারের ঈদে নায়রা ছাড়া আরো রয়েছে, ক্যাপ রাউন্ড,পাকিস্তানি রাউন্ড, ইন্ডিয়ান রাউন্ড, সিল্ক ক্যাপ, দেশি রাউন্ড সহ নানা ধরনের থ্রি পিচ। যার দাম ৮/৯ হাজার টাকা।
এবারের ঈদে নায়ক নায়িকা কিংবা কোন সেলিব্রিটির নামে থ্রি পিচ না থাকলে ভালো সারা ফেলেছে নায়রা কাট। নায়রার মধ্যে রয়েছে কয়েক ধরনের থ্রি পিচ। দেশি নায়রা, যার দাম ৩/৪হাজার, পাকিস্তানি নায়রা ৫/৬ হাজার, ভারতীয় নায়রা ৮/৯ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
ইস্টার্ন ইয়াকুব প্লাজা শপিংমলে শপিং করতে আসা নাইমা আক্তার নামের একজন ক্রেতা বলেন, ঈদ আসলেই আমি ভালো দামি থ্রি পিচ কিনি। এটার জন্য বাবার কাছে আবদার করা লাগেনা। আমার পছন্দ মতো যেটা মন চায় সেটাই কিনে ফেলি। গতকালকে অনলাইনে দেখলাম নায়রা কাট এবারের ঈদে আকর্ষণীয় থ্রি পিচ তাই এটাই নিয়ে নিলাম।
সাত্তার খান কমপ্লেক্সে শপিং করতে আসা সাদিয়া আক্তার মীম বলেন, ব্রান্ডের পণ্যের দাম বেশি তবে সেগুলা বাহারি ডিজাইন ও পোশাকগুলা মানানসই হওয়ায় মেয়েরা অধিক দাম দিয়ে হলেও এগুলো ক্রয় করে। আমি নায়রা পাই নাই তাই পাকিস্তানি রাউন্ড কিনে নিলাম। অন্যান্য বছরের তুলনায় এবছর জামা কাপড়ের দাম অনেক বেশি তাই একাটা থ্রি পিচই কিনেছি।
কুমিল্লা ইস্টার্ন ইয়াকুব প্লাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনজুরুল আলম ভূইয়া বলেন, আমার এই মার্কেটে দুইটা দোকান। একটার জিন্স আরেকটা লেডিস্ আইটেম। এবারের ঈদে মেয়েদের নায়রা কাট থ্রি পিচটাই আকর্ষণীয়। দাম একটু বেশি কারণ এটা ইন্ডিয়ান ব্যান্ডের জামা। এটা ঐদেশে দাম দিয়েই কিনতে হয় আবার এদেশে সরকারকে ভ্যাট দিতে হয়। পুরা জামাটাই কাজ করা রুচিসম্মত একটা জামা তাই এবারের ঈদে এটার চাহিদা অনেক বেশি।
সাত্তার খান কমপ্লেক্স এর এক দোকানদার সিয়াম বলেন, আমাদের দোকানে সব ব্যান্ডের থ্রি পিচ। নায়রা কাট, ক্যাপ রাউন্ড,পাকিস্তানি রাউন্ড, ইন্ডিয়ান রাউন্ড, সিল্ক ক্যাপ, দেশি রাউন্ড সব গুলোই এবার আকর্ষণীয় ড্রেস। এর মধ্যে ক্রেতারা নায়রা কাট থ্রি পিচই বেশি খুঁজ করে। আমাদের দোকানের একটা বিশেষত্ব আছে সেটা হলো এই দোকানে যে জামাটা পাবেন পুরো কুমিল্লা ঘুরে কোথাও আর এ জামাটা পাবেন না।