পবিত্র রমজান উপলক্ষে কুমিল্লার সংরাইশ সরকারি শিশু পরিবারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সংরাইশ সরকারি শিশু পরিবার(বালিকা)এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পররিচালক জেড এম মিজানুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন, নাজমা আশরাফী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিউলি রহমান তিন্নী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি-পররিচালক এ,এস,এম, জোবায়েদ, সমাজসেবা অফিসার (রেজিঃ) হেলনা নূর, শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক সায়েফ উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য সাইফ উদ্দিন রনী।
ইফতার মাহফিলে জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়ে কর্মকর্তা কর্মচারি, শিশু পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।