কুমিল্লায় প্রাইভেট কারে করে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের সময় পথে পুলিশ দেখে গাড়ি ফেলে পালিয়ে যায় মাদক কারবারি। পরে গাড়ির ভেতর থেকে ১৫ হাজার ৬ শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার সন্ধ্যা ৬টায় কুমিল্লার হোমনা থানার বিশেষ অভিযান চলাকালে সিনাইয়া থেকে পাড়ারবনগামী রাস্তায় এ ঘটনা ঘটে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হচ্ছিল। হঠাৎ একটি প্রাইভেট কার দূর থেকে ব্যাক গিয়ারে পেছন দিকে চলতে শুরু করে। পুলিশ ধাওয়া করলে প্রায় ৫০০ মিটার ব্যাকে গিয়ে গাড়িটি হঠাৎ ছিটকে পড়ে। এ সময় গাড়িতে থাকা দু’জন গাড়ি থেকে নেমে গ্রামের ভুট্টা ক্ষেতের ভেতর দিয়ে পালিয়ে যায়।
পুলিশ ও এলাকাবাসী পেছনে ধাওয়া করেও মাদক কারবারিদের আটক করা সম্ভব হয়নি। পরে গাড়ি তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়। গাড়িটিও জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।