কুমিল্লায় অস্ত্র ও মাদকসহ এক যুবকে আটক করেছে র্যাব। সোমবার বেলা ২ টায় কুমিল্লা র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ সাকিব হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
আটক যুবকের নাম মোঃ খোরশেদ আলম। কুমিল্লা আদর্শ সদর উপজেলার ডুমুরিয়া চান্দপুর এলাকার মোঃ হাসান আলীর ছেলে।
সংবাদ সম্মেলনে র্যাব ১১ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ সাকিব হোসেন জানান, পরে আমরা গোপন সংবাদে খবর পেয়ে তার বাড়ীতে অভিযান পরিচালনা করি। এ সময় একটি বিদেশী পিস্তল,২ রাউন্ড গুলি, বিপুল পরিমান দেশীয় অস্ত্র, ৩৩ বোতল বিয়ার, ৪৬ বোতল বিদেশী মদ, ৮৭ বোতল স্কাফ সিরাপ ও ৩০ বোতল ফেন্সিডিল জব্দ করি।
আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের শেষে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।