কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর শরতের অনুষ্ঠান ‘সারদ আড্ডা’। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীতে বৃহষ্পতিবার সন্ধ্যায় উদীচী কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সাংস্কৃতি সন্ধ্যা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উদীচী কুমিল্লা জেলা শাখার উপদেষ্ঠা অধ্যাপক সমীর মজুমদার, কুমিল্লা জেলা কালচারাল অফিসার সৈয়দ মোহম্মদ আয়াজ মাবুদ, সাংবাদিক খায়রুল আহসান মানিক।
সারদ আড্ডা শীর্ষক এই অনুষ্ঠানে উদীচী কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য ও কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি শেখ ফরিদ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘ঐতিহ্য কুমিল্লা’র পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুলসহ বিভিন্ন সংগঠন ও উদীচীর সাবেক ও বর্তমান সদস্যরা।
সাংস্কৃতি সন্ধ্যায় আবৃত্তি, নাচ-গান পরিবেশন করেন উদীচী কুমিল্লা জেলা শাখার শিল্পীরা।