বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড এর কুমিল্লা পুরাতন চৌধুরী পাড়াস্থ উপমহাব্যবস্থাপক টেলিকম বিভাগ এর কার্যলয় হতে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ইতিমধ্যে কুমিল্লা টেলিফোন এক্সচেঞ্জের ৮ ডিজিটের পুরাতন নম্বর সমূহ MoTN নতুন প্রকল্পের নম্বর দ্বারা প্রতিস্থাপনের ব্যবস্থা নেয়া হয়েছে।
ডিজিটাল বাংলাদেশে কুমিল্লাবাসীকে আধুনিক ও উন্নত সেবা প্রদানের লক্ষকে সামনে রেখে পূর্বের ৮ ডিজিটের টেলিফোন নম্বর সমূহকে বিটিসিএল এর নতুন স্থাপিত এক্সচেঞ্জের ১১ ডিজিটের নতুন নম্বর দ্বারা পর্যায়ক্রমে অতি দ্রুততম সময়ে প্রতিস্থাপনের কাজ শুরু হবে। গ্রাহকদের বুঝার সুবিধার্থে বিজ্ঞপ্তিতে প্রতিস্থাপনের একটি ছক উল্লেখ করা হয়েছে। এছাড়াও গ্রাহকের পুরাতন ও প্রতিস্থাপিত নতুন নম্বরের তালিকা বিটিসিএল এর নির্ধারিত ওয়েবসাইটে নিয়মিত আপলোড করা হচ্ছে।
কুমিল্লা সদর এক্সচেঞ্জের আওতায় যেসকল গ্রাহকগণ বিটিসিএল এর টেলিফোন সুবিধা নিচ্ছেন এবং যাদের পুরাতন নম্বর 081-60000 থেকে 081-69999 এবং 081-70100 থেকে 081-78999 এর মধ্যে রয়েছে তাদের প্রতিস্থাপিত নতুন নম্বর 02334400001 থেকে 02334406599 হবে।
উল্লেখিত নম্বর সমূহ পরিবর্তন এর কারনে গ্রাহকবৃন্দের অসুবিধার জন্য উপমহাব্যবস্থাপক টেলিকম বিভাগ এর কার্যলয় কুমিল্লা হতে আন্তরিকভাবে দু:খ প্রকাশ করা হয়েছে।