কুমিল্লায় ওয়ালটন প্লাজার উদ্যোগে দুইদিন ব্যাপী চাকুরি মেলা শুরু হয়েছে। নগরীর ধর্মপুর ভিক্টোরিয়া সরকারি কলেজে এ চাকুরি মেলা শুরু হয়।
গতকাল মঙ্গলবার জীবন বৃত্তান্ত নিয়ে প্রায় সাতশ চাকুরি প্রার্থীরা সরাসরি হাজির হয়ে স্বাক্ষাতের মাধ্যমে তারা এ চাকুরি মেলায় অংশ গ্রহন করেন। তাদের মধ্যে থেকে যাচাই বাচাই করে বুধবার লিখিত, মৌখিক ও আইটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। পরে তাদের চুড়ান্ত নিয়োগ দেওয়া হবে বলে জানান ওয়ালটন কতৃপক্ষ ।
ওয়ালটন প্লাজার আয়োজনে চাকুরি মেলার উদ্ধোধন করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ডঃ আবু জাফর খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ালটনের বিক্রয় বিভাগের প্রধান আবুল কালাম আজাদ, প্রধান মানব সম্পদ কর্মকর্তা ফয়সাল ওয়াহিদ, চট্টগ্রাম বিভাগের বিক্রয় ও উন্নয়ন বিভাগের প্রধান কর্মকর্তা আল মাফুজ খান।
এসময় কুমিল্লা, নোয়াখালীর অঞ্চল ব্যবস্থাপকবৃন্দ, প্লাজা ব্যবস্থাপকবৃন্দ, আইটি কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।