কুমিল্লায় ১৭নং ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়ে প্রকাশ্য দিবালোকে প্রবেশ করে কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদকে খুন করার ঘটনায় এজহার নামীয় ৯ নম্বর আসামী সংরাইশ (বেকারী গলী), মন্জিল মিয়ার ছেলে মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১ ঘটিকার সময় তাকে কুমিল্লা চান্দিনা বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়। এই বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহান সরকার।
তিনি আরো জানান, গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মাসুমকে গ্রেফতার করে। মাসুম কোথাও পালিয়ে যাওয়ার জন্য চান্দিনা বাসস্ট্যান্ডে এসেছিলো।
আয়েশা আক্তার/অননিউজ24