কুমিল্লায় জেলা সমাজসেবা কার্যালয় আয়োজনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের চেক বিতরন করা হয়।
সোমবার নগরীর বীরচন্দ্র নগর মিলনায়তনে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা আমিন, জেলা সমাজসেবা প্রবেশন কর্মকর্তা নূরুল আমিন সোহাগ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ সাইফ উদ্দিনসহ অন্যান্যরা।
৯০ জন ক্যান্সারসহঅন্যান্য রোগি, ১৮ জন প্রান্তিক জনগোষ্টি ও ২২ প্রতিষ্ঠানকে ৫৬ ল ৭৫ হাজার টাকার চেক বিতরন করা হয়।
জেনিফার______৭ সেপ্টেম্বর ২১