কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচঁথুবী ইউনিয়নের মধ্যম মাঝিগাছা থেকে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে আদর্শ সদর উপজেলার পাচথুবী ইউনিয়নের মাঝিগাছা পাথরে বাড়ি এলাকা থেকে ৬নং জগন্নাথপুর ইউনিয়নের বাড়াপাড়া (কৃষ্ণপুর) গ্রামের মুহাম্মদ শহীদ মিয়ার ছেলে মুহাম্মদ রফিকুল ইসলাম জনিকে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ।
ছত্রখিল পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মোজাম্মেল হক জানান, তিনি এবং তার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে থানার পাথর বাড়ি রোডে ১৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ৮টায় সিএনজি থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী জনিকে গ্রেফতার করে । এসময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ ব্যাপারে কোতয়ালি থানায় ৩৬(১) এর ২৯ (গ)/৩৮ ধারায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।