কুমিল্লায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে রবিবার (২৪ জুলাই) কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার ।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াল এডমিরাল আবু তাহের । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, উপস্থাপনা করেন কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা শরিফ উদ্দিন সহ আরোও অনেকে।