কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে এক চা দোকানির মৃত্যু হয়েছে। পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম মো. রনি। তার বাড়ী জেলার সদর দক্ষিণ উপজেলার ১ নম্বর বিজয়পুর ইউনিয়নের সাওড়াতলী গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ ইসমাইল হোসেন।
কুমিল্লা রেলওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, সকাল ৯টায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করার সময় রেলগেট পড়ে যায়। এ সময় রনি গেটের নিচ দিয়ে সাইকেল নিয়ে দ্রুত পার হওয়ার চেষ্টা করেন। তখন ট্রেনে কাটা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মরদেহ থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।