কুমিল্লায় সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির জেলা শাখার সদস্যদের বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কুমিল্লার সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যালয়ে সওজ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির জেলা শাখার আয়োজনে এ বিদায়-বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সড়ক ও জনপথ অধিদপ্তর কুমিল্লার সড়ক উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আজিম উদ্দিন ও গৌরিপুর সড়ক উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রমিজ উদ্দিনকে বিদায় সংবর্ধনা এবং সওজ কুমিল্লার মাঠ পর্যায়ের মান নিয়ন্ত্রক ও সড়ক গবেষণাগারের সহকারী প্রকৌশলী মোহাম্মদ সফিকুল ইসলাম, সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বাতেন সরকার ও গৌরিপুর সড়ক উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবু সালেহকে বরণ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সওজ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কুমিল্লা জেলা শাখার সভাপতি রোকন উদ্দিন খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবিরের প্রাণবন্ত সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সওজ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মোঃ হাসান ঈমাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শাখার সহ-সভাপতি ওয়াছি উদ্দিন আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ। বিদায়-বরণ সংবর্ধনা অনুষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কুমিল্লা জেলা শাখার সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাইফুল ইসলাম সুমন,অননিউজ24।।