১৭নং ওয়ার্ড কাউন্সিলর সোহেলের অফিসে ঢুকে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ বিকেল ৪টার দিকে গুলির এ ঘটনা ঘটে। গুলীবিদ্ব অবস্থায় তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক জানান, তার অবস্থা খুবিই আশঙ্কজনক।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম জানান, গুলিতে কাউন্সিলর সোহেলের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি জানান, বিকেল ৪টার দিকে কাউন্সিলর সোহেল তার কার্যালয়ে বসে ছিলেন। এ সময় মুখোশ পরা ১৫ থেকে ২০ জন তাকে গুলি করে। এতে কাউন্সিলর সোহেল লুটিয়ে পড়েন। এ সময় আরও অন্তত ৫ জন গুলিবিদ্ধ হন।
আয়েশা আক্তার/অননিউজ24