কুমিল্লা সংরাইশ সরকারি শিশু পরিবারের বিভিন্ন প্রতিযোগিতার পুরুষ্কার বিতরন, আলোচনা সভা, কেক কাটা, প্রীতিভোজসহ নানা আয়োজনে শিশুদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার নগরীর সংরাইশ সরকারি শিশু পরিবারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান।
শিশু পরিবারের উপ তত্ত¡াবধায়ক (চলতি দায়িত্ব) মোঃ সাইফ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা কামরুল হাসান ও শিশু পরিবার পরিচালনা কমিটির সদস্য সাইফ উদ্দির রনী।
এসময় কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সাধারন সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, শিশু-পরিবারের পরিদর্শক গোলাম জিলানী, নারী উদ্যোক্তা জাহানারা আক্তার নিশি, মহসিন কবির, আলমঙ্গীর হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।