কুমিল্লায় র্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে রবিবার সকালে জেলার আমতলী বিশ্বরোড থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, প্রাইভেট কারের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় আমতলী বিশ্বরোড থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ নাদিম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নোয়াখালী জেলার সেনবাগ থানার খাজুরিয়া সরদার পাড়া গ্রামের মোঃ সাইদুল হক এর ছেলে মোঃ নাদিম@ শহিদুল। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলারকোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণপ্রক্রিয়াধীন।