কুমিল্লা কোর্টবাড়ি বিশ্বরোড এলাকায় ৪০০ বোতল ফেন্সিডিল এবং ১০ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা।
র্যাব-১১ উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোর্টবাড়ি বিশ্বরোড এলাকায় তল্লাশি চালিয়ে ৪০০ বোতল ফেন্সিডিল এবং ১০ কেজি গাঁজা সহ মোঃ শরিফ মিয়া, রিফাত ও মোঃ আলমগীর নামের ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাবের একটি টিম।
গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল এবং গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল তারা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওই র্যাব কর্মকর্তা।