বর্ণিল আয়োজনে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে কুমিল্লায়। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১০টার দিকে নগরীর টাউন হল মুক্তিযোদ্ধা কনফারেন্স হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খান। এ সময় উপস্থিত থেকে শুভেচ্ছা জানান সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সনাক কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, এটিএন বাংলার কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, আরটিভির কুমিল্লা প্রতিনিধি গোলাম কিবরিয়া, সদ্য বিদায়ী বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম, সদ্য যোগদান করা বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আলী, আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরান।
উপস্থিত ছিলেন ভান্ডারিয়া সরকারি কলেজ পিরোজপুরের সহকারী অধ্যাপক মুহিবুল হক ছোটন, কুমিল্লা টির্চাস ট্রেনিং কলেজের প্রভাষক কাজী বেলায়েত উল্লাহ জুয়েল, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি সভাপতি ওমর ফারুকী তাপস, বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তরের কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, যমুনা টিভির কুমিল্লা ব্যুরো খালেদ সাইফুল্লাহ, সময় টিভির বাহার রায়হান, বুড়িচং ব্রাহ্মণপাড়ার সংবাদের সম্পাদক সৈয়দ আহমেদ লাভলু, এসএ টিভির আবু মুসা, রাইজিং বিডি ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের আবদুর রহমান ও বিজনেস স্ট্যান্ডার্ডের তৈয়বুর রহমান সোহেল।
আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর কুমিল্লার আলোকচিত্রী এম সাদেক, মাছরাঙা টিভির কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ফটো জানার্লিস্ট ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান, আজকের পত্রিকার বুড়িচং প্রতিনিধি জহিরুল হক বাবু, সাংবাদিক নেকবর হোসেন, কুমিল্লা আইন কলেজের শিক্ষার্থী কালিপদ দেবনাথ, কুমিল্লা বার্তার সম্পাদক সমাছুল আলম রাজন, গ্রেটার কুমিল্লার সম্পাদক এমদাদুল হক ভুইয়া সোহাগ, পথিকৃত কুমিল্লার সম্পাদক সুমন কবির, ঢাকা পোস্টের কুমিল্লার প্রতিনিধি অমিত মজুমদার, সমকাল কুমিল্লা উত্তরের প্রতিনিধি মো. জাকির হোসেন, আমাদের কুমিল্লা স্টাফ রিপোর্টার আবু সুফিয়ান রাসেল, আকাশ টিভির সম্পাদক মহিউদ্দিন আকাশ, সাপ্তাহিক আমোদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শরীফ, দৈনিক ভোরের পাতার কুমিল্লা জেলার প্রতিনিধি রুবেল মজুমদার, ঢাকা টাইমসের কুমিল্লা প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ, সাংবাদিক জুয়েল খন্দকার, আরটিভির ক্যামেরা পারসন ও শিরোনামের প্রধান আলোকচিত্রী সালাউদ্দিন সুমন, ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম মাহির, কুমিল্লা টুয়েন্টিফোর টিভির ক্যামেরাপারসন শিমুল এবং স্থানীয় সাংবাদিক ম্যাক রানা।
অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, নিউজবাংলা প্রথম বছরেই তাদের সংবাদ উপস্থাপনে অনন্য। মাটি খুঁড়ে তারা সংবাদ আনেন। সেই সংবাদ সতেজ ও ঝরঝরে করে উপস্থাপন করে। সংবাদ উপস্থাপনায় অনন্য নিউজ বাংলা শুধু এক বছর নয়, শতায়ু হোক নিউজবাংলা।
সাইফ/ অননিউজ24