২৫ ডিসেম্বর শনিবার বিকেলে কুমিল্লা গোমতী নদীর পূর্ব ছত্রখিল থানার সামনে প্রত্যান্ত গ্রামে বাংলাদেশ উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লার জেলা প্রশাসন ও উদ্যোক্তা পরিবারের সহযোগিতায় উদ্যোক্তা ও গরীব শীতার্তদের মাঝে দ্বিতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত আয়োজনে উদ্যােক্তা ফাউন্ডেশন কুমিল্লার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক রোটারিয়ান আয়েশা আক্তারের সার্বিক তত্বাবধানে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছত্রখিল থানার অফিসার ইনচার্জ মো মোজাম্মেল হক, কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নাসরিন আফসার,মো ওমর ফারুক, ফাহিমা আক্তার টুসি, জাতীয় পর্যায়ের খেলোয়াড় দীপা দাস, সৈকত হোসেন, সায়মুন ইসলাম,জাকির হোসেন লিমন, খলিলুর রহমান, রিজন আহম্মেদ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা ।
এ সময় অন্যান্য অতিথিবৃন্দরা শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন। কুমিল্লা জেলা প্রশাসন, বাংলাদেশ উদ্যোক্তা ফাউন্ডেশন পরিবারের উপদেষ্টা দিলনাশীন মহসেন, তাহসীন বাহার সূচনা, মুনিরা নাজনীন, আনিসুল হক আকন্দ, সামিনা রহমান, কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নাসরিন আফসার, জেলা কমিটির চেয়ারম্যান রোটা. কামরুন্নাহার সহ সংগঠনের সকল সদস্যদের আন্তরিক সহযোগিতায় শীতার্ত অসহায়, সুবিধা বঞ্চিত, বিধবা, স্বামী পরিত্যাক্তা, স্বামী দ্বারা নির্যাতীত ,প্রতিবন্ধী , অন্ধ ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।বাংলাদেশ উদ্যোক্তা ফাউন্ডেশন এর শীত বস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।বাংলাদেশ উদ্যোক্তা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক এবং সেচ্ছাসেবী সংঘটন।মানব সেবায় সর্বাত্বক নিয়োজিত।
দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড় কষ্টের। শীতকাল এলেই দরিদ্র অসহায় মানুষ শীতে জবুথবু হয়ে যায়। খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতীব প্রয়োজন হয়ে পড়ে। শৈত্যপ্রবাহের রুক্ষতা থেকে রক্ষা পাওয়ার ন্যূনতম ব্যবস্থাপনাও তাদের থাকে না। ফলে অসহায় ও হতদরিদ্রদের কষ্ট কেবল বেড়েই যায়। বৃদ্ধ, শিশু ও ফুটপাতের গরিব মানুষ গরম কাপড়ের অভাবে মারাও যায়।
হাড় কাঁপানো শীতের কবল থেকে তাদের রক্ষা করা এবং সামর্থ্যের ভিত্তিতে সাহায্য-সহযোগিতার হাত প্রসারিত করা প্রত্যেকের দায়িত্ব। তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, মানুষ সৃষ্টির সেরা জীব। সমাজে সেই মানুষেরই একটা অংশ গরিব-দুস্থ। তারা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ।
মানুষ হিসেবে বেঁচে থাকার ন্যূনতম মৌলিক অধিকারগুলো তাদেরও ন্যায্যপ্রাপ্য। তাই গরিব-অসহায়, দুস্থের প্রতি আন্তরিক ভালোবাসা প্রদর্শন ও সহানুভূতিশীল হওয়া অত্যাবশ্যক। আসুন আমরা মানবিক মূল্যবোধ থেকে সবাই মিলে শীতে ফুটপাতে বা খোলা আকাশের নিচে বসবাসকারী অসহায় ছিন্নমূল মানুষের পাশে সামর্থ্যের ভিত্তিতে সহযোগিতার হাত প্রসারিত করি।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com