দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং এবং ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে-আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিমকে গুলি করে হত্যার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৩০ অগাষ্ট) নগরীর কান্দিরপাড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দ.জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ত্রান ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিন।
এসময় হাজী আমিনুর রশিদ ইয়াসিন বলেন, জনগনের নাগরিক অধিকার ভোটাধিকারের যথাযথ প্রয়োগ নিশ্চিতে অবশ্যই আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দিতে হবে।
এসময় তিনি আরোও বলেন , বিএনপি প্রতিহিংসার রাজনীতি করেনা সুশৃঙ্খলভাবে জনগনের অধিকার আদায়ে তারা আন্দোলন করে।
পরে বিক্ষোভ সমাবেশটি নগরীর ধর্মসাগর পাড়ে গিয়ে শেষ হয়। এসময় বিএনপির অন্যান্য সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।