কুমিল্লায় শবে বরাতে রাতে বিরিয়ানি বিতরনকে কেন্দ্র করে সংঘর্ষে ছুরিকাঘাতে মাসুক মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মাসুকের বড় ভাই জালাল।রোববার (২০ মার্চ) রাত ৭টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার মাঝিগাছা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। নিহত মাসুক মিয়া ওই গ্রামের ফরিদ মিয়ার ছেলে। রাত ১০টার দিকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার শবে-বরাতের রাতে স্থানীয় মসজিদে তাবারুক বিতরণকে কেন্দ্র করে মাসুকের সাথে প্রতিবেশী নাসিরের বিরোধ চলে আসছিল। এ নিয়ে রোববার রাত ৭টার দিকে উভয়ের মধ্যে ফের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাসির ও তার সহযোগি মামুনসহ আরো ৫-৬ জন যুবক মাসুককে মারধর করে এবং তাকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়।
এসময় ছোট ভাইকে রক্ষা করতে এসে জালালও আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুককে মৃত ঘোষণা করেন। এদিকে এলাকার উত্তেজিত লোকজন ঘটনার পর ঘাতক নাসির ও সহযোগিদের গণপিটুনি দিয়ে একই হাসপাতালে ভর্তি করে।
রাত ১০টার দিকে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে আসি, ঘটনার বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।