বিশ্ব দৃষ্টি দিবস-২০২২ উপলক্ষে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লায় আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর ২০২২ খ্রিঃ) সকাল ১০ টায় কুমিল্লার আলেখারচর, শংকরপুর বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যান সমিতি কুমিল্লায় (চক্ষু হাসপাতাল) দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ বছর দিবসটির প্রতিপাদ্য- ‘লাভ ইউর আইস’ অর্থাৎ 'আপনার চোখকে ভালোবাসুন, সমিতির সভাপতি এডভোকেট আ হ ম তাইফুর আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তরা চোখকে অমুল্য সম্পদ হিসেবে উল্লেখ করে চোখের যত্নে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন।
এসময উপস্থিত ছিলেন,অন্ধ কল্যান সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ এ কে এম আবদুস সেলিম, কোষাধ্যক্ষ সাংবাদিক অশোক কুমার বড়ুয়া, চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাঃ মৃনাল কান্তি ঢালী,,সহ-সভাপতি হাসান খসরু,সাংবাদিক আবুল হাসানাত বাবুল,নির্বাহী সদস্য মোঃ আবদুল হালিমসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।