জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে নিউমার্কেট এলাকার ইলেকট্রিক ও তেলের বাজারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় দেখা যায়, লোডশেডিং এর খবর শুনে চার্জার লাইট, বাল্প ও ফ্যানের মূল্য কৌশলে বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। রিচার্জেবল বাল্পের গায়ের মূল্য মুছে বেশি দামের স্টিকার লাগিয়ে বিক্রি করায় ভাই ভাই ইলেকট্রনিক্স এন্ড সার্ভিস সেন্টারকে ১০ হাজার টাকা, অযৌক্তিক মূল্যে টেবিল ল্যাম্প বিক্রির প্রস্তাব করায় এশিয়া ওয়াচ এন্ড ইলেকট্রিককে ৫ হাজার টাকা এবং অননুমোদিত বিদেশী গুড়ো দুধ বিক্রি করায় হাজী খোকন স্টোরকে ৫ হাজার টাকাসহ মোট তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সকাল সাড়ে ১০টা থেকে ১টা পর্যন্ত সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক একে আজাদ, নিউমার্কেট মালিক সমিতি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।