কুমিল্লায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে বুধবার জাতীয় মহিলা সংস্থা কুমিল্লা কার্যালয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের ২য় পর্যায়ের উঠান বৈঠকে বক্তারা নারীর ক্ষমতায়ন বিষয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন। তাছাড়াও বাড়ি বাড়ি গিয়ে তথ্য আপাদের মাধ্যমে মহিলাদের আইনি সহায়তা, স্বাস্থ্য এবং বিভিন্ন সময়ে নানা সুযোগ সুবিধা নিয়েও বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার সম্মানিত সদস্য অধ্যাপিকা সেলিনা রহমান, সম্মানিত সদস্য ও দক্ষিন জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নিশাত খান। জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মোঃ শাহআলম, আইসিটি সহকারী প্রোগ্রামার আব্দুল হাকিম সবুজ, উপজেলা তথ্য কর্মকর্তা নবনিতা বিশ্বাস ও তথ্য সহকারী প্রিংকা দেবসহ অন্যান্যরা।