কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থীদের মাঝে বেগম জাহান আরা বৃত্তি প্রকল্পের আওতায় শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগাড়া সৈয়দ বাড়ীর সৈয়দা রানী মা ফাউন্ডেশনের আয়োজনে বুধবার সকালে কুমিল্লা জিলা স্কুল মিলনায়তনে বৃত্তির অর্থ তুলে দেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানে জানানো হয় ১০ জন শিক্ষার্থী প্রতি মাসে এ শিক্ষাবৃত্তির অর্থ পাবেন।
কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদ আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আর টিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি এম ফিরোজ মিয়া, বাংলা ভিশন টিভির কুমিল্লা প্রতিনিধি স্যাইদ মাহমুদ পারভেজ, কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি একাত্তর টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান কাজী এনামুল হক ফারুক, যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম খোকন চৌধুরী, চ্যানেল টুয়েন্টি ফোর এর কুমিল্লা প্রতিনিধি জাহিদুর রহমান, নিউজ বাংলার কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, আজকের পত্রিকার প্রতিনিধি জহিরুল হক বাবু, ঢাকা পোস্টের কুমিল্লা প্রতিনিধি অমিত মজুমদার, আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার মোঃ শরীফ, কুমিল্লা নিউজের স্টাফ রিপোর্টার মোঃ সাফিসহ আরো অনেকে।
মুরাদনগর উপজেলার মোচাগাড়া সৈয়দ বাড়ীর সৈয়দা রানী মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা সুফিয়া আক্তার (রানী )।
সৈয়দা সুফিয়া আক্তার জানান, তার মা বেগম জাহান আরা এক মহীয়সী নারী ছিলেন। জীবদ্দশায় জাহান আরা বহু এতিম অসহায় শিক্ষার্থীদের লেখাপড়া করিয়েছিলেন। বাবা ছিলেন একজন সরকারী কর্মকর্তা। শিক্ষানুরাগী মায়ের স্মৃতিরক্ষার্থে ফাউন্ডেশন গঠন করেন। এ ফাউন্ডেশন থেকে অসহায় মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ বহন করা হবে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com