কুমিল্লায় মৎস অধিদপ্তরের আয়োজনে পোনা মাছ অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করেছেন কুমিল্লা সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
গতকাল বুধবার সকালে নগরীর মুন্সেফবাড়ি পুকুরে পোনা অবমুক্তকরণের মধ্যে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে কুমিল্লা নগরী সহ আদর্শ সদর উপজেলার বিভিন্ন পুকুর ও জলাশয়ে এ কর্মসূচি পালন করা হয়। মৎস অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২১-২০২২ অর্থ-বছরে এ কর্মসূচি নেওয়া হয়েছে। কুমিল্লা আদর্শ সদর উপজেলার জেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে বুধবার এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, মৎস অধিদপ্তরের চট্রগ্রাম বিভাগ কুমিল্লার উপ-পরিচালক মো. আবদুস ছাত্তার, জেলা মৎস্য কর্মকর্তা শরিফ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন, উপজেলা ভাইস-চেয়ারম্যান চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, কুমিলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন প্রামানিক সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।
জেলা মৎস্য কর্মকর্তা শরিফ উদ্দিন জানান, মৎস অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২১-২০২২ অর্থ-বছরে এ কর্মসূচি নেওয়া হয়েছে। কুমিল্লা জেলাজুড়ে বুধবার পর্যন্ত প্রায় ২৫ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com