কুমিল্লায় র্যাব এর দুটি পৃথক অভিযানে ফেন্সিডিল ও গাজাঁসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-১১ সিপিসি-২।
এ সময় তাদের কাছ থেকে ১৩৫ বোতল ফেন্সিডিল ও ২৪ কেজি গাজাঁ উদ্ধার করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা জেলার কোতয়ালি থানার ছাওয়ালপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে জয়নাল, মতিনগর গ্রামের মোঃ সুরুজ মিয়ার ছেলে মোঃ খোরশেদ আলম (৩০) একই গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে মোঃ মামুন মিয়া।
র্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেলথানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।