কুমিল্লায় র‌্যাব-১১ এর পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাইফুল ইসলাম।।

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‌্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় কুমিল্লায় র‌্যাব-১১ এর পৃথক দুই অভিযানে স্কাফ,ফেন্সিডিল এবং বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২। জেলার শিবের বাজার এলাকায় বিশেষ অভিযানে ১০০ বোতল স্কাফ এবং ০৮টি বিয়ারসহ জেলার কোতয়ালি থানার কৃষ্ণপুর গ্রামের মৃত তারু মিয়ার ছেলে জহির মিয়াকে আটক করা হয়।

অপর অভিযানে ঢাকা টু চট্টগ্রামাগামী মহাসড়কের আমতলী বিশ্বরোড ব্ল ডায়মন্ড রেস্টুরেন্ট এর সামনে বিশেষ অভিযানে ৯৬ বোতল ফেন্সিডিলসহ নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার গোলাকান্দাইল গ্রামের শাহ জাহান মোল্লার ছেলে আল আমীন মিয়াকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করা হয়।।

আরো দেখুনঃ