কুমিল্লা মহেশপুর বুড়িচং রোড শাহিন ট্রেডার্সের বাৎসরিক শুভ হালখাতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,শুরুতে মরহুম শাহিন মিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়, পরে আলোচনা সভা শেষে সফল ডিলার ব্যবসায়ীদের এসি, ফ্রিজ, ওয়াসিং মেশিনসহ ১শত প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কুমিল্লা জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, বিশেষ অতিথি ছিলেন (এ,কে,এস) স্টিল কোম্পানির কুমিল্লা উত্তরের রিজিওনাল ম্যানেজার হাবিবুর রহমান, এরিয়া ইনচার্জ জহির আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহিন ট্রেডার্স এর স্বত্বাধীকারী মোঃ ফরহাদ মিয়া। শাহিন ট্রেডার্স ছোট পরিসরে চালু হলেও সুনামের সাথে হাটি হাটি পা পা করে আজ ৯ বছরে রড, সিমেন্ট ব্যবসায় সফলতা অর্জনের এগিয়ে আছে কুমিল্লায়।
শাহিন ট্রেডার্স প্রতিষ্ঠানটি স্বত্বাধীকারী পরিচালনায় ৪ ভাই মোঃ ফরহাদ মিয়া, মনজুর হোসেন বরাত, রবিউল আওয়াল জুম্মন, মোঃ তারেকুল ইসলাম তারেক তাদের ঐক্য পরিচালনার কারণে আজ সফলভাবে প্রশংসনীয় ব্যবসায়ীদের কাছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দোকান মালিক ব্যাবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদ, প্রিমিয়ার সিমেন্টের ডিপুটি ম্যানেজার ফখরুল ইসলাম ভুইয়া, ইঞ্জিনিয়ার মোদাছের হোসেন, ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার, রানার মটরস লিমিটেড এর এরিয়া ম্যানেজার মোঃ রোকনুজ্জামান, কুমিল্লা শাখার ব্যাংক এশিয়ার ম্যানেজার শফিকুল ইসলাম ভূইয়া, (এন এস এম) ডুকেন ক্যামিক্যাল অফিসার মোঃ নাসিম আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী সৈয়দ আছির আহমেদ নাঈম, হাজী মুরাদ মিয়াসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক, ইঞ্জিনিয়ার ও ঠিকাদাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালন করেন ক্রাউন সিমেন্ট কোম্পানির জুন ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
শুভ হালখাতা ছাড়া-ও ডিসপ্লে-তে ছিলো কুমিল্লা পদুয়া বাজারের রানা মটরসের ১৫ টন থেকে ২২ টনের ভলবো আইশার ট্রাকের প্রদর্শনী।