কুমিল্লা সিটি করপোরেশনের নব নির্বাচিত ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া বিরুদ্ধে এবার হত্যার অভিযোগ মামলা দায়ের করা হয়েছে। এ হত্যা মামলার আসামীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে নগরীর বজ্রপুর কাশারীপট্রি এলাকার নিহত মোঃ ইয়াছিন হোসেন রবির মা শিরিন আক্তার।
রোববার (৩ জুলাই) সকালে নগরীর বজ্রপুর এলাকায় একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে নিহত রবির মা বলেন, আমার ছেলে পেশায় একজন অটো চালক। গেল ৩ জুন সুজানগর হাড্ডি খোলার ডিস সুজন রবির অটো রিক্সা যোগে জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড একটি কসমেটিক্স এর পার্সেল পৌছে দিতে বলে। পরে পথিমধ্যে র্যা ব অভিযান চালালে রবির সন্দেহ হলে পার্সেলটি সে রাস্তায় ফেলে চলে আসে। পরে জানা যায় পার্সেলটিটে মাদক ছিলো। পরে ডিস সুজনসহ কাউন্সিলর কিবরিয়ার নেতৃত্বে ৮/৯জন এসে একাধিক বার বিভিন্ন হুমকি দামকি দেয়। মালামাল উদ্ধার না করে দিলে দেখে নেওয়ার হুমকি দেয়। এ দিনই আমার ছেলে রবি অটো রিস্কার মালিকের নিকট রিস্কাটি জমা দিয়ে আর বাড়িতে আসেনি। পরে ৮ জুন টিক্কারচর এলাকার গোমতি নদী ব্রীজের নিচ থেকে স্থানীয়দের তথ্যর ভিত্তিতে পুলিশ রবির লাশ উদ্ধার করে।
এ হত্যার বিষয়ে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেটের ১নম্বর আমলী আদালতে কিবরিয়া্সহ ৫ জনের নাম উল্লেখসহ জ্ঞাতনামা আরো ৪/৫ জনের নামে মামলা দায়ের করি। সংবাদ সম্মেলনে তিনি সন্তানের খুনিদের বিচার দাবী করেন।