কুমিল্লা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ও দেশ রুপান্তর পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকিরকে নির্বাচন চলাকালে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। কুমিল্লার লালমাই উপজেলার ভুলুইন নির্বাচনী কেন্দ্রে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায় বুধবার দুপুরে সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে ভুলুইন কেন্দ্রে যান। এসময় ঐ কেন্দ্রের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে জাকির হোসেন এর সাথে অসৌজন্যমূলক আচরণ করেন বলে তিনি অভিযোগ করেন।
এই ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দার পাশাপাশি ঐ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি উঠে।