কুমিল্লায় সাংবাদিক হত্যার ঘটনায় ৪ জন গ্রেপ্তার
জাহাঙ্গীর আলম ইমরুল।।
কুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারির গুলিতে স্থানীয় সাংবাদিক নিহতের ঘটনায় ৪ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন এজাহার নামীয় ও দুজন অজ্ঞাতনামা আসামি। তাদেরকে আজই আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে। গ্রেপ্তারকৃত এজহার নামীয় আসামীরা হলেন মোঃ ফরহাদ মৃধা মনির (৩৮) ও মোঃ পলাশ মিয়া (৩৪)। সন্দেহভাজন আরো দুইজন হলেন- নুরু মিয়া ও সুজন।
এদিকে গত বৃহস্পতিবার নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম এর মা নাজমা আক্তার বাদী হয়ে ৩ জন নামীয় ও অজ্ঞাত আরো ৬ জনকে আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে মোঃ রাজুকে (২৪) প্রধান আসামি করা হয়। রাজু একাধিক মাদক ও অস্ত্র মামলার আসামি।
উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ সীমান্তে মাদক কারবারির গুলিতে নিহত হন মহিউদ্দিন সরকার নাঈম।