কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী। বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোর চারটার দিকে সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামের আন্দিরপার বাড়িতে এ ঘটনা ঘটেছে।
স্বামী মো.সোহেল মিয়া। তিনি জেলার দেবিদ্বার উপজেলার রাধানগর গ্রামের তৈয়ব আলীর ছেলে। তার স্ত্রীর নাম হাজেরা বেগম।
সোহেল পরিবার সূত্র জানা যায়,সোহেল মিয়া সাথে স্ত্রী হাজেরা বেগমের দীর্ঘদিন পারিবারিক দ্বন্দ্ব চলছে,এর জের ধরে মঙ্গলবার ভোররাতে স্বামী সাথে ঝগড়া হয়।রাগের মাথা স্বামী গোপনাঙ্গ কেটে দেয় হাজেরা।পরে সোহেলের বাড়ি লোকজন মেরে পুলিশের কাছে হস্তান্তর করেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন ঘটনা সত্য। পারিবারিক কলহের কারণে ভোর রাতে এ ঘটনা ঘটিয়েছেন স্ত্রী। সোহেল বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর তার স্ত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।