কুমিল্লায় স্বামী-স্ত্রীকে হত্যার ২৪ঘন্টায় রহস্য উদঘাটন: পুত্রবধূসহ গ্রেফতার ৩
কুমিল্লায় স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন ও ঘাতক পুত্রবধূসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি জানান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী মো. আবদুর রহীম।
গ্রেফতারকৃতরা হলো, নিহত স্বামী-স্ত্রীর পুত্রবধূ নাজমুন নাহার চৌধুরী শিউলী, তার চাচাতো ভাই জহিরুল ইসলাম সানি ও তার বন্ধু মেহদেী হাসান তুহিন। প্রথমিক জিজ্ঞাসাবাদে তারা খুনের কথা স্বীকার করেছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. আবদুর রহীম জানান, পারিবারিক কলহের জেরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ৫ সেপ্টেম্বর রাতে প্রথমে শাশুরী সফুরা বেগমকে পুত্রবধূ নিজের ওড়না দিয়ে মুখ পেচিয়ে ধরলে সহযোগিরা তাকে শ^াসরোধ করে হত্যা করে। পরে শশুর পল্লী চিকিৎসক সৈয়দ বিল্লাল হোসেন বাড়িতে ফিরলে তাকেও একই কায়দায় শ^াসরোধ করে হত্যা করে ঘাতকরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), এম তানভীর আহমেদ, আফজাল হোসেন, রাজন চন্দ্র দাসসহ পুলিশের উর্ধ¦তন কর্মকর্তারা।
জেনিফার______৭ সেপ্টেম্বর ২১