বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে আনন্দ র্যালী করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ।
সকাল ১১ টায় নগরীর রামঘাট জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা, কাটা ও আনন্দ র্যালীর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।
কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুদ্দিন পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শহীদুল্লাহ,দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মহসিন রহমান। সহ সভাপতি জাকির হোসেন সামস সেলিম, জামাল হোসেন ভূঁইয়া কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম রবি, দপ্তর সম্পাদক আরিফুল হাসান খান বাপ্পি শহর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।