কুমিল্লার লাকসামে অবিস্ফোরিত একটি মর্টার শেল করা হয়েছে। লাকসাম পৌর শহরের বাইপাস এলাকা থেকে বুধবার এটি উদ্ধার করা হয়।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন ‘কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌর শহরের বাইপাস গরুবাজারে ড্রেনের জন্য ভেকু মেশিন দিয়ে মাটি খনন করা হয়। ওই মাটি ট্রাকে করে এনে আজিজ স’ মিলের পাশে ফেলা হচ্ছিল। এ সময় স্থানীয়দের নজরে আসে মর্টার শেলটি।
‘খবর পেয়ে লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান মর্টার শেলটি উদ্ধার করেন। এটি ১৩ ইঞ্চি ব্যাসের ও ১৬ ইঞ্চি লম্বা একটি মর্টার শেল।’
ওসি মেজবাহ উদ্দিন আরও বলেন, প্রাথমিক ধারণা থেকে বলা যাচ্ছে, এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের হতে পারে। মর্টার শেলটি নিস্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর কুমিল্লা সেনানিবাসের বোমা নিষ্ক্রিয়করণ দলকে চিঠি দেওয়া হয়েছে। তবে কবে নাগাদ মর্টার শেল নিস্ক্রিয় করা যাবে তা এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।’
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com