ধানী জমিতে হাসঁকে তাড়া করে খেয়ে ফেলে একটি অজগর। পরে স্থানীয় যুবকরা এসে কৌশলে সাপটিকে ধরে। সোমবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার ভবেরমূড়া এলাকা থেকে সাপটিকে উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ১০ টায় সাপটিকে রাজেশপুর ইকোপার্কে অবমুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬ টায় খবর পেয়ে আমরা অজগরটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে বনবিভাগের কাছে হস্তান্তর করেছি।
স্থানীয় যুবক নাসির,রুবেল মিয়া,সাব্বির,শফিক জানায় তারা, সন্ধ্যার আগে ধানী জমিতে একটি হাঁসের ডানা জাপটানো ও চিৎকার শুনে এগিয়ে যাই। পরে আমরা দেখি একটি অজগর হাঁস গিলছে। আমাদের দেখে অজগরটি পুকুরে এসে পড়ে। পরে সবাই মিলে কৌশলে সাপটিকে ধরে নিয়ে আসে।
কুমিল্লা বুড়িচং উপজেলার ফরেস্টার মোঃ লুৎফুল্লাহ বলেন, অজগরটিকে যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেটি বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী ভবেরমূড়া। ওই এলাকায় বন ও ছোট ছোট টিলা রয়েছে। আমরা ধারণা করছি খাবারের খোঁজে টিলা থেকে সাপটি লোকালয়ে চলে এসেছে। আমরা সাপটি রাত সাড়ে ১১ টায় রাজেশপুর ইকোপার্কে অবমুক্ত করেছি
সাইফুল ইসলাম সুমন,অননিউজ24।।