শনিবার ০৮ নভেম্বর কুমিল্লা নবাব বাড়ি চৌমুহন বিজ্ঞান কলেজে অনুষ্ঠিত হলো স্বজন কল্যাণ সংঘের কেন্দ্রিয় নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান ২০২৬-২০২৭ ট্রাম। সভাপতি জাহাঙ্গীর হোসেন মজুমদার।
সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আলেক হোসেন জুয়েল। এবং ৪০ জন সদস্যদের কে নিয়ে নির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় কুমিল্লা নবাব বাড়ি চৌমুহনী, নবাব মঞ্জিল, বিজ্ঞান কলেজে।
সবার উপস্থিতির মাধ্যমে কোলাহল পরিবেশ অনরাম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকৌশলী মোঃ আব্দুল মতিন দুলালেরের উপস্থাপনায় শপথ বাক্য উপস্থাপন পাঠ করা হয়। অনুষ্ঠানে অন্যান্য সদস্যবৃন্দের করতালির মাধ্যমে শপথ গ্রহণপাঠকে আন্তরিকভাবে স্বাগত করতালির মাধ্যমে শুভেচ্ছা, শুভকামনা, জানান আয়োজনে উপস্থিত সংগঠকরা। এবং স্বজন কল্যাণ সংঘের কেন্দ্রীয় বিশিষ্ট সম্মানিত উপদেষ্টা ২২ জনকে নিয়ে উপদেষ্টা কমিটি ২০২৬-২০২৭ ট্রাম গঠন করা হয়।বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন মজুমদার। আলহাজ্ব জামাল খন্দকার প্রমুখ।