বসন্তের র্যালী, পিঠাপুলি, খেলাধূলা, পুরুষ্কার বিতরনী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে কুমিল্লা কবি নজরুল ইন্সটিটিউটে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী এ উৎসবের আয়োজনে করেন আবৃত্তি সংগঠন “বিমূর্ত।
আবৃত্তি সংগঠন “বিমূর্ত”র সভাপতি শাহ্ মজিবুল হকের সভাপতিত্ব অনুষ্ঠানে অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার ইমদাদুল হক তালুকদার,মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান, বাংলা সংস্কৃতি বলয় এর বিশ্ব কমিটির মহাসচিব ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক কাজী মাহতাব সুমন, কুমিল্লা কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সাধারন সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, বাংলা সংস্কৃতি বলয় বিশ্ব কমিটির যুগ্ম-মহাসচিব এস এ এম আল মামুন, গ্রাম থিয়েটার চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়য়ক এজহারুল হক মিজান, আবৃত্তি সংগঠন “বিমূর্ত”র সহ-সভাপতি চৌধুরী মারিয়াম হাসমী টুম্পা, সাহিদা আক্তার পপি, সদস্য কাজী সাজেদা হকসহ অন্যরা।
অনুষ্ঠান পরিচালনা করেন বিমূর্ত আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদে ইয়ূথ ক্যাডেট ফোরাম ও কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র কুমিল্লা। অনুষ্ঠানে গ্রাম বাংলার বিভিন্ন খেলায় অংশ গ্রহণ করে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করেন অতিথিবৃন্দ।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com