কুমিল্লায় প্রকাশ্য দিবালোকে কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনের আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীর মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুমিল্লা সিটি মেয়র মোঃ মনিরুল হক সাক্কুর নেতৃত্বে বৃহস্পতিবার বেলা ১১ টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মেয়র সাক্কু বলেন, কুমিল্লার ইতিহাসে এমন ন্যক্কারজনক ঘটনা আগে কখনো ঘটে নি। আমরা সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলরসহ নগরবাসী এক হয়েছি। আমরা খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
মানববন্ধনে মেয়র সাক্কু আরো বলেন, যদি দ্রুত আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষনা করবো।
এসময় বক্তব্য রাখেন কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি, মঞ্জুর কাদের মনি, মাসুদুর রহমান মাসুদসহ আরো অনেক।
পরে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, গত ২২ নভেম্বর সোমবার বিকেলে কার্যালয়ে গুলি করে হত্যা করা হয় ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে খুন করা হয়। এ সময় আরো ৪ জন গুলিবিদ্ধ হয়।
আয়েশা আক্তার/অননিউজ24