কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জানূযারি) বিকেলে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন।
ওই আসামির নাম মাহাবুবুল হক (৬০)। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শ্রীফুলিয়া সরদার বাড়ির মৃত আবদুল বারেকের ছেলে।
সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন জানান, মাহাবুবুল হক তিনটি চেকের মামলায় এক বছর করে তিন বছরের সাজাপ্রাপ্ত হয়ে ২০২২ সালের ১১ মার্চ কারাগারে আসেন। তিনি হার্টের রোগী ছিলেন। কারাগারে আসার পর প্রায় সময় তিনি অসুস্থ হয়ে পড়তেন এবং কারা হাসপাতালে চিকিৎসা নিতেন।
সর্বশেষ মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের কারা ইউনিটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুধবার সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।