কুমিল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা সৃষ্টির লক্ষ্য মজুদ করা ২৯ টি ককটেল,ককটেল তৈরীর সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৭ জনকে আটক করেছে র ্যাব। শনিবার বেলা ৪ টা দিকে অভিযানে শেষে র ্যাব এ কথা নিশ্চিত করে।
এ ঘটনা কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী পাঁচথুবী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গোলাবাড়ী এলাকার সাবেক চেয়ারম্যান বাহালুল এর পি এস জসিম উদ্দিনের বাড়ি থেকে। উদ্ধারকৃত অস্ত্রগুলো স্থানীয় মেম্বার প্রার্থী সাজু এর নির্বাচনী কাজে ব্যবহারের জন্য মজুদ করা হয়েছিলো বলে জানা যায়।
র ্যাব ১১ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, রোববার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা ধারণা করছি নির্বাচনে সহিংসতা সৃষ্টির লক্ষ্য অস্ত্রগুলো মজুদ করা হয়।
আটককৃতরা হলো কুমিল্লা আদর্শ সদর উপজেলার মোঃ হৃদয়, দৌলতপুর এলাকার মোঃ রিপন, চাঁনপুর এলাকার রবিউল ইসলাম, মুরাদপুর এলাকার জুয়েল হোসেন, ঢুলিপাড়ার মোঃ রুবেল, কাপ্তান বাজার এলাকার ফজলুর রাব্বি ও বুড়িচং উপজেলার বুরবুড়িয়া এলাকার মাহমুদ উল্লাহ।