কুমিল্লা সদর সার্কেল অফিসার ও কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ’র সার্বিক দিকনির্দেশনায় গোপন সংবাদদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৭২কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকার আটক করেন সঙ্গীয় ফোর্স চৌকস পুলিশ এস আই মফিজুর রহমান,শরীফুর রহমান ও এ এস আই শিমুল পারভেজ, মঙ্গলবার ২৫শে এপ্রিল আনুমানিক ১১:৩০টার সময় রাত্রিতে কুমিল্লা কোতোয়ালি থানাধীন আমড়াতলী ইউনিয়নের বলেশ্বর কবরস্থান রোড থেকে ১টি প্রাইভেটকার’র ভর্তি গাঁজা ও গাড়ির ভিতরে ডাইভার না কি মালিক গাড়ি রেখে পালিয়ে যায় পুলিশ উপস্থিত আছে তা সন্দেহ পালিয়ে যায় বলেন কোতোয়ালি থানা অফিসার ইনচার্জ।
পরে জব্দকৃত গাঁজা মাদক ও গাড়িটি কে মাদক আইনে মামলা দায়ের করা হয়।