মনোমুগ্ধকর আয়োজনের মধ্যে দিয়ে কুমিল্লা ক্লাবের সদস্যদের নিয়ে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত শনিবার রাত ৮ টায় ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
এসময় কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, ক্লাবের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃআবুল বাশারসহ ক্লাবের সদস্য এবংপরিবার বর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, লটারীর মাধ্যমে ২০ জন সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে সকল সদস্যদের অংশগ্রহণে রাতের খাবার পরিবেশন করা হয়।