গত ১৪ মার্চ স্বাধীনতা দিবস স্নুকার প্রতিযোগিতা খেলা শুরু হয় ১৩ জন প্রতিযোগি খেলোয়াড়দের অংশগ্রহণে,পরে স্বাধীনতা দিবস ২৬শে মার্চ খেলাটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এবং এতে চ্যাম্পিয়ন হন ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ও রানারআপ হয়েছেন তারেক ওবায়েদুল্লাহ,কুমিল্লা ক্লাবে শনিবার ২৬ মার্চ রাত ১০ টায় স্নুকার প্রতিযোগিতা বিজয়ী ও রানারআপ এর মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি কুমিল্লা সদর আসনে সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার।
তিনি কুমিল্লা ক্লাবের সাবেক সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন, এবং ক্লাব সদস্যদের উদ্যেশ্যে বলেন একে অপরের পাসে দাড়াতে হবে সকল মোকাবিলায়।
আরও বক্তব্য রাখেন কুমিল্লা ক্লাবের সহ সভাপতি মহিবুল সামাদ মহি, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাসার, অনুষ্ঠানে সঞ্চালনা করেন ক্লাবের ক্রীড়া সম্পাদক মাহাবুব আলম বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা ক্লাবের কোষাধ্যক্ষ সিরাজুল মাওলানা সেলিম, নির্বাহী সদস্য নাসিমুল হক, তপন সেন গুপ্ত, জহিরুল ইসলাম রিপন, আরিফ অরুনাভ সহ কুমিল্লা ক্লাবের সদস্যরা