সোমবার সকালে কুমিল্লা চৌদ্দগ্রামের চট্টগ্রাম-টু-ঢাকা মহাসড়ক এলাকা থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১। ২৮ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
র্যাব জানায়, বিশেষ অভিযানে ১০১ কেজি গাঁজাসহ কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানার নুনিয়াচড়া গ্রামের মোঃ খলিল আহম্মেদএর ছেলে মোঃ আনিসুর রহমানকে চৌদ্দগ্রামের চট্টগ্রাম-টু-ঢাকা মহাসড়ক এলাকা থেকে আটক করা হয় ।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রামমডেলথানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণপ্রক্রিয়াধীন।