কুমিল্লা ছাত্রদলের স্লোগান ‘একাত্তর হারেনি-হেরেগেছে শিবির
কুমিল্লা প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদল।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে কলেজের ডিগ্রি শাখার ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি ডিগ্রি শাখার বিভিন্ন লিংক সড়ক প্রদক্ষিণ করেছে।
মিছিলে তারা নানা স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানায়। স্লোগানে ছাত্রদল নেতারা বলেন, একাত্তর হারেনি, হেরেগেছে শিবির। ধর্ষকদের ঠিকানা, এ বাংলায় হবে না। একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জেলে ভর। একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর। ছাত্রদলের অ্যাকশান, ডাইরেক অ্যাকশান।
বিক্ষোভ মিছিল শেষ কলেজের হৃদয়ে বাংলাদেশ ম্যুরালের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা হয়। এ সময় বক্তব্য রাখেন, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সিনিয়র নেতা মোঃ ওমর ফারুক, ওমর ফারুক মানিক, ফারহান ইসলাম সাদ, তারেক রহমান,তানভির রহমান, মাইনুদ্দিন ও শরিফুল ইসলাম প্রমুখ।
fi