কুমিল্লা জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হোসেন এর সভাপতিত্বে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় কুমিল্লার আয়োজনে আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় রমযান মাস জুড়ে ইফতার সামগ্রিতে ভেজাল রোধে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়, এসময় বাজার মনিটরিং ও সচেতনায় লিফলেট বিতরন এবং প্রয়োজনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিরাপদ খাদ্য সেবা নিশ্চিত করতে নির্দেশনা দেয়া হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হোসেন বলেন সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সমন্বয়ে বাজার তদারকি টিম গঠন ও মনিটরিং করা হবে। তিনি জেলা পর্যায়ের সকল দপ্তরের সমন্বয়ের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভূমিকা রাখার আহবান জানান।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ফাহিমা বিনতে আখতার, নিরাপদ খাদ্য অফিসার মোঃ মুনতাসির মাহমুদ, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শওকত আরা কলি, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফাহমিনা ইয়াসমিন, মেডিকেল অফিসার ডা. কেয়া রানী দে, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মুক্তার হোসেন ভূইয়া, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসাদুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা অর্পিতা সেন, সহকারী খাদ্য নিয়ন্ত্রক জোতি বিকাশ ত্রিপুরা, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, ডিআইও মনির আহাম্মদ, সহকারী জেলা শিক্ষা অফিসার কামরুজ্জামান মজুমদার, সিনিয়র উপজেলা মৎস অফিসার মো. ফারুক ময়েদুজ্জামান, কুমিল্লা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ইফতেখার খান, বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ফয়েজ আহমেদ, ফুড এন্ড স্যানিটেশন অফিসার মেছবাহ উদ্দিন ভুইয়া, বেকারি মালিক সমিতির সভাপতি তারেক কামাল ইমতিয়াজ, মাঠ ও বাজার পরিদর্শক কুলসুম আক্তার প্রমুখ।
এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, খাদ্য সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান উপস্থিত ছিলেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।